চট্টগ্রামে চলছে বই উৎসবের প্রস্তুতি, শতভাগ বই পাওয়া নিয়ে সংশয়

|

ফাইল ছবি।

২০১০ সাল থেকে বছরের প্রথম দিন উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বিনা মূল্যে নতুন পাঠ্যবই দিচ্ছে সরকার। এরই আওতায় নতুন বছরকে সামনে রেখে চট্টগ্রামে চলছে বই উৎসবের প্রস্ততি। বছরের প্রথম দিনে চট্টগ্রামের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে প্রায় ২ কোটি নতুন বই। এখন পর্যন্ত চাহিদার ৭০ ভাগ বই পৌঁছেছে। যা স্কুলে স্কুলে বিতরণের প্রস্ততি নিচ্ছে শিক্ষা অফিস।

তবে শতভাগ বই পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। মাধ্যমিক পর্যায়ে পুরো চট্টগ্রামে এবার মোট বইয়ের চাহিদা ১ কোটি ১৯ লাখ ৫২ হাজার ৯০২টি। কিন্তু এখন পর্যন্ত এসেছে মাত্র ৭১ লাখ বই। যা চাহিদার ৬০ শতাংশেরও কম।

খোঁজ নিয়ে জানা গেছে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বেশির ভাগ বই আসলেও, মেলেনি নবম দশম শ্রেণির বেশির ভাগ বই। তবে এসব বই কয়েকদিনের মধ্যে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করছেন শিক্ষকরা।

প্রাথমিকে ৪৭ লাখ ৭১ হাজার ৫১১টি বইয়ের চাহিদার বিপরীতে স্কুলগুলোতে পৌঁছেছে প্রায় ৭০ শতাংশ বই। ২৫ লাখ ৭৬ হাজার ৫৮১টি বইয়ের বিপরীতে এখন পর্যন্ত ৭০ শতাংশ বই পেয়েছে চট্টগ্রামের মাদ্রাসাগুলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply