ওমিক্রনের প্রভাবে ইউরোপে বাড়ছে করোনার প্রকোপ

|

ছবি: সংগৃহীত।

ভয়াবহ করোনার বিস্তার দেখছে ইউরোপ। ২৪ ঘণ্টায় মহাদেশটিতে শনাক্ত হলো পৌনে ৭ লাখের বেশি সংক্রমণ।

মহামারির দু’বছরে প্রথমবার দৈনিক এক লাখ ৮০ হাজারের মতো সংক্রমণ শনাক্ত হলো ফ্রান্সে। দেশটিতে এদিন করোনায় প্রাণ হারিয়েছেন ২৯০ জন।

এরপরই বেহাল দশা স্পেনের। দেশটিতে ২৪ ঘণ্টায় লাখের কাছাকাছি মানুষের দেহে মিললো ভাইরাসটির উপস্থিতি। এছাড়া ইতালিতে ৭৮ হাজারের ওপর বাসিন্দার শরীরে শনাক্ত হলো করোনা। এদিন- ভাইরাসটির প্রকোপে পোল্যান্ডে ৫৪৯ ও জার্মানিতে ৪৪৮ জন প্রাণ হারিয়েছেন।

অবশ্য, ইউরোপের এ দেশগুলোয় করোনার বিস্তার তুলনামূলক কম। স্বাস্থ্যবীদরা বলছেন, নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবেই জ্যামিতিক হারে ইউরোপে বাড়ছে সংক্রমণ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply