মিয়ানমারে সেইভ দ্যা চিলড্রেনের নিখোঁজ সেই দুই কর্মী নিহত, পুড়িয়ে দেয়া হয়েছে গাড়ি

|

ছবি: সংগৃহীত।

মিয়ানমারে জান্তা আগ্রাসনে প্রাণ হারালো ‘সেইভ দ্যা চিলড্রেন’ এর ২ কর্মী। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) তথ্যটি নিশ্চিত করে আন্তর্জাতিক সংস্থাটি।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, মিয়ানমারের নাগরিক ঐ ২ কর্মী ছুটি কাটাতে বাড়ি যাচ্ছিলেন। সেই সময় থেকে তাদের সাথে আর কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। তবে সেনা হামলায় তাদের ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেয়ার প্রমাণ মিলেছে। এ ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে সেভ দ্যা চিলড্রেন। জাতিসংঘকে বিষয়টি খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন তারা। এরই মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যেকোন মূল্যে জবাবদিহির আওতায় আনা হবে সংশ্লিষ্ট সেনা সদস্যদের।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকেই পূর্বাঞ্চলীয় কায়াহ্ রাজ্যে এখন পর্যন্ত ৩৫ জনের মরদেহ উদ্ধার করা গেছে। সে তালিকায় রয়েছে বৃদ্ধ, নারী ও শিশু। হত্যার পর অপরাধ গোপনে দেহগুলো পুড়িয়ে দেয় সেনা সদস্যরা। অবশ্য, এ অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার জান্তা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply