না ফেরার দেশে ম্যারাডোনার ছোট ভাইও

|

ছবি: সংগৃহীত

অসংখ্য ভক্ত ও সমর্থকদের কাঁদিয়ে ২০২০ সালের নভেম্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। বছর ঘুরতে না ঘুরতে না ফেরার দেশে পাড়ি জমালেন তার ছোট ভাই হুগো ম্যারাডোনা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ইতালির নেপলসে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ডিয়েগোর চেয়ে ৯ বছরের ছোট হুগো ম্যারাডোনার বয়স হয়েছিলে ৫২ বছর। বড় ভাই ডিয়েগোর হাত ধরে ১৯৮৭ সালে ১৮ বছর বয়সে নাপোলিতে যোগ দিয়েছিলেন হুগো। কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় তাকে ধারে পাঠানো হয় আরেক ইতালিয়ান ক্লাব আসকোলিতে।

‘এল তুর্কো’ নামে পরিচিত হুগো খেলেছেন আর্জেন্টিনা, উরুগুয়ে, ইতালি, অস্ট্রিয়া, কানাডা ও জাপানের ঘরোয়া ফুটবলে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply