দ্বিতীয় দিনের মতো চলছে বুস্টার ডোজ প্রদান

|

দ্বিতীয় দিনের মতো চলছে করোনা টিকার বুস্টার ডোজ প্রদান। টিকা পাচ্ছেন ঢাকার বাইরের ষাটোর্ধ ও করোনার সম্মুখসারির যোদ্ধাও।

বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর একাধিক হাসপাতালের টিকাকেন্দ্রে শুরু হয় এই কার্যক্রম।

টিকা গ্রহণকারীরা জানান, গতকাল এসএমএস নিয়ে যে সমস্যা দেখা দিয়েছিল তা অনেকটা সমাধান হয়ে গেছে। করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর এই কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সবাই।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুস্টার ডোজের জন্য নতুন করে নিবন্ধন করার দরকার হবে না। ২য় ডোজ নেয়ার পর যাদের ৬ মাস অতিবাহিত হয়েছে, শুধুমাত্র তাদেরকেই এসএমএস দেয়া হবে। আগের টিকাগুলো যে কেন্দ্র থেকে নেয়া হয়েছে বুস্টার ডোজের জন্য সেখানেই যেতে হবে। কোন তারিখে বুস্টার ডোজ নেয়া যাবে, তা মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

এর আগে, গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, শ্যামলী ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালসহ রাজধানীর বেশ কয়েকটি কেন্দ্রে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply