অফিসের পিওন, গাড়িচালক ও ওয়াচম্যানের ১৫টি শূন্য পদে চাকরির জন্য আবেদন করেছেন প্রায় ১১ হাজার চাকরিপ্রার্থী। আবেদনকারীদের মধ্যে অনেক পিএইচডিধারীও রয়েছেন। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের। খবর এনডিটিভির।
খবরে বলা হয়, মধ্যপ্রদেশ ও এর প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশে বেকারত্বের হার অনেক বেশি। সরকারি চাকরির বিজ্ঞপ্তি এলেই এ চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে। গোয়ালিওরে পিওন, গাড়িচালক ও ওয়াচম্যানের ১৫টি পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল দশম শ্রেণি পাশ। কিন্তু তাতে আবেদন করেন অনেক উচ্চ শিক্ষিতরা। এ আবেদনকারীদের মধ্যে রয়েছেন স্নাতক পাশ, স্নাতকোত্তর, প্রকৌশলী ও এমবিবিএস। তালিকায় আছেন বিচারক হতে আগ্রহীরাও।
অজয় ভাগেল নামের এক আবেদনকারী বলেন, আমি বিজ্ঞান থেকে স্নাতক পাশ করেছি। আমি পিওন পদে আবেদন করেছি। যাদের পিএইচডি ডিগ্রি আছে, তাদের অনেকেই এ পদের জন্য আবেদন করেছেন।
স্নাতক পাশ জিতেন্দর মৌরিয়া বলেন, আমি গাড়িচালক পদের জন্য আবেদন করেছি। বিচারক হওয়ার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। লেখাপড়া করেছি মাধব কলেজে। আমার পরিস্থিতি এমন যে কখনও বই কেনার জন্যও আমার কাছে অর্থ থাকে না। তাই আমি কোথাও কাজ করতে চাচ্ছি।
উত্তর প্রদেশ রাজ্য থেকে পরীক্ষায় অংশ নিতে এসেছেন আলতাফ নামের এক চাকরিপ্রার্থী। তিনিও স্নাতক পাস। এসেছেন পিয়ন পদে চাকরির জন্য পরীক্ষা দিতে।
আরও পড়ুন: হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাতের অভিযোগ! সানি লিওনের গ্রেফতার দাবি
ইউএইচ/
Leave a reply