নির্বাচন কমিশন গঠনের নামে ভোট ডাকাতির সংলাপে আগ্রহ নেই কারো: আমির খসরু মাহমুদ চৌধুরী

|

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


নরসিংদী প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন গঠনের নামে ভোট ডাকাতির সংলাপে ডাকাত ছাড়া অন্য কোন মানুষের আগ্রহ নেই।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির চিনিশপুরস্থ কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপার্সনের মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যে আলোচনার উদ্যেশ্যই হচ্ছে ভোট ডাকাতি তাতে যারা কেবল ডাকতিতে অংশ নিতে চায় তারাই অংশ গ্রহণ করবে। বিএনপি এসব অনর্থক আলোচনায় অংশ না নিয়ে আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি আদায় করবে বলে জানান তিনি।

বিএনপির যুগ্ন মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply