সুদানে স্বর্ণখনিতে ধস, নিহত ৩৮

|

নিখোঁজ শ্রমিকদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান।

সুদানের পশ্চিম প্রদেশের একটি স্বর্ণের খনিতে ধসের ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে খনি কর্তৃপক্ষ বলেছে, রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার দূরে ফুজা গ্রামে অচল ও বন্ধ খনিটিতে এ ধসের ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

সুদানিজ মিনারেল রিসোর্সেস লিমিটেড কোম্পানি বলেছে, অন্তত ৩৮ জনের প্রাণহানি ঘটেছে ছাড়াও আরও অনেকে আহত হয়েছেন। তবে সংখ্যাটা কত, জানায়নি তারা। তবে, সুদানের স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, দারসায়া নামের ওই স্বর্ণখনির একাধিক খাদে ধসের ঘটনায় আহত অন্তত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খনি কোম্পানি দারসায়ার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টে করা একটি ছবিতে দেখা গেছে, দুর্ঘটনাস্থলের কাছে গ্রামবাসীদের ভিড় করে থাকতে দেখা যায়। হতাহত ব্যক্তিদের উদ্ধারে দুটি ড্রেজার দিয়ে চলছে খননকাজ। অন্যান্য ছবিতে দেখা যায়, মৃত ব্যক্তিদের দাফনে স্থানীয় বাসিন্দারা কবর খনন করছেন।

উল্লেখ্য, প্রায়ই সুদানের সোনার খনিগুলোতে প্রাণঘাতী ধসের ঘটনা ঘটে। খনিতে সুরক্ষার মানদণ্ড মেনে চলার কারণেই এসব দুর্ঘটনা ঘটে বলে মনে করে কর্তৃপক্ষ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply