যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘সিল টিম সিক্স’র প্রতিষ্ঠাতা কমান্ডার রিচার্ড মার্সিঙ্কো ৮১ বছর বয়সে মারা গেছেন। লাদেনের বিরুদ্ধে সর্বশেষ অভিযান চালিয়াছিল এই টিম। ওই অভিযানে লাদেনের মৃত্যু হয়।
২৫ ডিসেম্বর (বড়দিনে) ফাউকিয়ার কাউন্টিতে নিজ বাড়িতে মার্সিঙ্কোর মৃত্যু হয়। বুধবার (২৯ ডিসেম্বর) জাতীয় নেভি সিল জাদুঘর এবং তার পারিবারিক টুইটে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়াছে, আমেরিকার অভিজাত বিশেষ বাহিনীর ইউনিটগুলোর মধ্যে একটি সিল টিম সিক্স। অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের বিরুদ্ধে শেষ অভিযানটিও চালায় এই টিম। ওই টিমটির প্রতিষ্ঠাতা মার্সিঙ্কো ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞ সেনা কর্মকর্তা।
১৯৮০ সালে ইরানে আমেরিকান জিম্মিদের উদ্ধারে পেন্টাগনের ব্যর্থতার পর নৌবাহিনীর একটি অভিজাত ইউনিট সিল দল গঠনের দায়িত্ব পান মার্সিঙ্কো। দায়িত্ব পেয়ে ডেমো ডিক নামে পরিচিত মার্সিঙ্কো এই বিশেষ টিম গঠন করেন এবং তিন বছর এর নেতৃত্ব দেন। তার দক্ষতায় সিল টিম সিক্স ব্যাপক সাফল্য অর্জন করলেও তার সঙ্গে প্রায়ই ঊর্ধ্বতনদের দ্বন্দ্ব হতো। এ জন্য অনেকে তাকে ‘খারাপ ছেলে’ বলেও অভিহিত করতো।
১৯৮৯ সালে নৌবাহিনী থেকে একজন কমান্ডার হিসেবে অবসর নেন এবং নেভি সিলের ওপর নন-ফিকশন এবং ফিকশন বইয়ের একটি সিরিজ লেখেন।
মার্সিঙ্কোর মৃত্যুতে জাতীয় নেভি সিল জাদুঘরের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।
এনবি/
Leave a reply