সিরিয়ার তেলসমৃদ্ধ হাসাকা প্রদেশের একটি এলাকায় মার্কিন সেনাদের গতিপথ রুখে দাঁড়ানোর কারণে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সরকারি সেনারা হাসাকা প্রদেশের আল-দিরদারা গ্রামের কাছে মার্কিন সেনাদের পথ রোধ করেন।
এ সময় স্থানীয় জনগণও সিরিয়ার সরকারি সেনাদের সমর্থনে এগিয়ে আসেন। উপায়ন্তর না দেখে মার্কিন সেনারা যে পথে এসেছিল সে পথে ফিরে যেতে বাধ্য হয়। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। তবে সেখানে কোনো সংঘর্ষ কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: লাদেন হত্যায় অভিযান চালানো ‘সিল টিম সিক্স’ এর প্রতিষ্ঠাতা মার্সিঙ্কোর মৃত্যু
এর আগে গত ১৬ ডিসেম্বর একই প্রদেশের আদ-দামকিয়া ও আবু জুহাইল গ্রামে স্থানীয় লোকজন কথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এর সদস্য এবং মার্কিন সেনাদের একটি বহরকে আটকে দিয়েছিল।
২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর দেশটিতে আমেরিকা সেনা মোতায়েন করে রেখেছে। কিন্তু এজন্য আমেরিকা জাতিসংঘ কিংবা সিরিয়া সরকারের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। সিরিয়ার সরকার এর নিন্দা জানিয়ে দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য বারবার আহ্বান জানাচ্ছে।
Leave a reply