রিয়াল-বার্সা শিবিরে আবারও করোনার থাবা

|

ছবি: সংগৃহীত

আবারও করোনা হানা দিয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা শিবিরে। গতকাল নতুন করে রিয়ালের ৪ ও বার্সার ৪ ফুটবলার আক্রান্ত হয়েছেন।

একের পর এক ফুটবলার করোনা আক্রান্ত হচ্ছে রিয়াল মাদ্রিদ শিবিরে। বুধবার পর্যন্ত ১০ জন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছে লস ব্লাঙ্কোসদের। নতুন করে চার ফুটবলার করোনা আক্রান্ত হয়েছে। বুধবার লস ব্লাঙ্কোসরা নিশ্চিত করেছে থিবো কোর্তোয়া, এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদেরিকো ভালভারদে ও ভিনিসিউস জুনিয়র সংক্রমিত হয়েছেন।

বুধবার আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার আরও চার ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন। তালিকায় যুক্ত হলেন ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি, উসমান ডেম্বেলে, গ্যাভি ও আলেহান্দ্রো বাল্দে। এই নিয়ে মোট ৭ জন করোনা আক্রান্ত হলো বার্সা শিবিরে।
আরও পড়ুন: কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply