বাংলাদেশকে গুড়িয়ে ফাইনালে ভারত

|

ছবি: সংগৃহীত।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে গুড়িয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত। নকআউট পর্বের এই ম্যাচে বাংলাদেশকে ১০৩ রানের বিশাল ব্যবধানে হারায় ভারতীয় যুবারা।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে একটু চাপে থাকলেও শেষ পর্যন্ত ২৪৩ রান তুলতে সক্ষম হয় ভারতীয় ব্যাটাররা। আর বাংলাদেশ অলআউট হয় ১৪০ রানে।

যদিও, ২৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা একদম খারাপ করেনি বাংলাদেশের যুবারা। ৫ ওভারেই কোনো উইকেট না হারিয়ে তুলে ফেলে ৩১ রান। এরপরই টাইগারদের ইনিংসে ধ্বস নামে। দলীয় আর ৫৬ রান যোগ করতেই হারিয়ে ফেলে ৭ উইকেট। ৮৭ রানে ৭ উইকেট হারানোর পর দলীয় ১০৭ রানে হারায় অষ্টম উইকেট। এরপর পাঁচে নামা আরিফুল ইসলাম ও বাংলাদেশের অধিনায়ক রাকিবুল হাসান মিলে গড়েন ৩৩ রানের জুটি। তবে সেটি শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেছেন আরিফুল ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন ওপেনার মাহফিজুল ইসলাম। আর অধিনায়ক রাকিবুল করেন তৃতীয় সর্বোচ্চ ১৬ রান।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে টাইগার বোলারদের বিপরীতে খুব একটা সুবিধা করতে পারেনি ভারতীয় ব্যাটাররা। দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় তারা। এক পর্যায়ে ২১ ওভার ৫ বলে ৬২ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে যশ ধুলের দল। তবে একপ্রান্ত আগলে রাখেন টপ অর্ডার ব্যাটসম্যান শেখ রশিদ। তার ১০৮ বলে ৯০ রানের ইনিংসে ও ১০ নম্বরের নামা ব্যাটসম্যান ভিকি ওসলটের ঝড়ো ১৮ বলে ২৮ রানে ২৪৩ রানের সংগ্রহ তোলে ভারতীয় যুবারা।

বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৪১ রান দিয়ে ৩টি উইকেট সংগ্রহ করেন বাংলাদেশ দলের অধিনায়ক রাকিবুল হাসান। এছাড়া তানজিম আহমেদ সাকিব, নাইমুর রহমান, এসএম মেহরাব ও আরিফুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply