করোনা আতঙ্কে মুম্বাইয়ে জারি হলো ১৪৪ ধারা

|

ছবি: সংগৃহীত

মুম্বাইয়ে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) থেকে শহরটিতে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য সরকার।

বুধবার (২৯ ডিসেম্বর) শুধু মুম্বাইয়ে ২ হাজার ৪৪৫ জনের করোনা শনাক্ত হয় যাদের মধ্যে ৩৮ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

মহারাষ্ট্র রাজ্য সরকার জানিয়েছে, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ৩০ ডিসেম্বর থেকে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি করা হচ্ছে। নতুন বছর উপলক্ষে মুম্বাইয়ে কোনো পার্টির আয়োজন করা যাবে না। অর্থাৎ বার, রেস্টুরেন্ট, পাব, আবাসিক হোটেল, ক্লাব ও রিসোর্টগুলোয় জনসমাগম করা যাবে না।

মুম্বাইয়ে হঠাৎ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার বেশ উদ্বিগ্ন। গতকালও মহারাষ্ট্রে প্রায় আড়াই হাজার শনাক্ত ও করোনায় আক্রান্ত একজনের মৃত্যুর পর এ উদ্বেগ আরও বেড়েছে। সংক্রমণ ঠেকাতে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে জনসমাগম ঠেকাতে গতকাল কোভিড-সংক্রান্ত বিধিনিষেধ জারি করে রাজ্য সরকার। মহারাষ্ট্রের পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে বলেন, যারা এসব নিয়ম মানবেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply