আজ ৩০ ডিসেম্বর প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। প্রকাশিত এই ফলাফলে অনেকি খুশি আবার অনেকেই আশানুরূপ ফলাফল করতে পারেনি। তবে ফলাফল নিয়ে যাদের আপত্তি আছে তারা মোবাইলে এসএমএস এর মাধ্যমে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। ৩১ ডিসেম্বর থেকে ০৬ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের নিয়ম:
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড সিম থেকে মোবাইলের Message অপশনে গিয়ে RSC লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও বিষয় কোড লিখে সেন্ড করতে হবে 16222 নাম্বারে।
উদাহরণ:
ঢাকা বোর্ডের শিক্ষার্থী এবং রোল নম্বর 123456 হলে Message অপশনে গিয়ে RSC Dha 123456 136 লিখে 16222 নাম্বারে সেন্ড করতে হবে। ফিরতি এসএমএস-এ আবেদনের বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN আসবে। এতে সম্মত থাকলে Message এ গিয়ে RSC Yes PIN Versatile Number (যেকোনো অপারেটর) লিখে 16222 নাম্বারে সেন্ড করতে হবে।
Leave a reply