মসজিদ কমিটির কাছে হিসেব চাওয়ায় খুন হয়েছেন প্রবাসী

|

মসজিদ পরিচালনা কমিটির কাছে আয় ব্যয়ের হিসেব চাওয়ায় হাটহাজারিতে খুন হন হোসেন এলাহী নামে প্রবাসী যুবক। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের অন্যতম হোতা সুমন র‍্যাবের অভিযানে ধরা পড়ার পর উদঘাটিত হয়েছে হত্যারহস্য।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে র‍্যাব ৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নিহত প্রবাসীর চাচাতো ভাই। গতকাল বুধবার রাতে ফেনীর মোহাম্মদ আলী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে সৎবোনকে ধর্ষণের ঘটনায় করা মামলায় এক বছর কারাভোগ করে সুমন। ধর্ষণের মামলা, এলাকায় আধিপত্য বিস্তার ও স্থানীয় মসজিদ, নুরানি মাদ্রাসার আয়-ব্যয়ের হিসাব চাওয়ায় সুমন পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়। গ্রেফতারের পর তাকে হাটহাজারী থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব।

হাটহাজারীর কালা বাদশা এলাকায় মসজিদ ও মাদরাসা পরিচালনা নিয়ে বিরোধ চলছিল। আয় ব্যয়ের হিসাব চাওয়ায় প্রবাসী হোসেন এলাহী ও তার ভাই মোমেনের ওপর ক্ষিপ্ত ছিলো মসজিদের আগের কমিটির সদস্যরা।

পরে সুমনের নেতৃত্বে গত ১৭ ডিসেম্বর কুপিয়ে হত্যা করা হয় হোসেনকে। গুরুতর আহত তার ভাই এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply