গণহত্যার অভিযোগে মিয়ানমারকে অস্ত্র নিষেধাজ্ঞা দিন: ইইউ

|

ছবি: সংগৃহীত

গণহত্যার অভিযোগে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানালো ইউরোপীয় ইউনিয়ন।

বৃহস্পতিবার জোটের শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল নিজ নাগরিকদের ওপর ‘ভয়াবহ সহিংসতা’ চালানোর দায়ে মিয়ানমার জান্তাকে অভিযুক্ত করেন। বলেন, আরও অবরোধ আরোপে প্রস্তুত ইইউ; বিদ্যমান নিষেধাজ্ঞার পরিধিও বাড়ানো হবে।

গেলো সপ্তাহে কায়াহ্ রাজ্যে ৩৫ জনকে গুলি করে হত্যার পর তাদের মরদেহ জ্বালিয়ে দেয় সেনাবাহিনী। নিহতদের তালিকায় ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্যা চিলড্রেন’ এর দু’জন কর্মী। এ ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত বিচারের আওতায় আনার তাগিদ দেন জোসেপ বোরেল।
আরও পড়ুন: ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো
যুক্তরাষ্ট্র, জাতিসংঘের পর গণহত্যার ঘটনাটিতে এবার উদ্বেগ প্রকাশ করলো ইইউ। চলতি বছরের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর কমপক্ষে ১৩শ’ মানুষকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply