কোভিড পজেটিভ, বিমানের বাথরুমে ৫ ঘণ্টা আইসোলেশনে থাকলেন মার্কিন নারী

|

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের এক স্কুল শিক্ষিকা মারিসা ফোটিও ২০ ডিসেম্বর শিকাগো থেকে আইসল্যান্ডের রেকজাভিক যাওয়ার সময় হঠাৎ গলায় ব্যথা অনুভব করেন। তখন নিজের কাছে থাকা একটি কিট দিয়ে পরীক্ষা করলে কোভিড পজেটিভ আসে। আর তারপরেই তাকে বিমানের টয়লেটে আইসোলেশোনে পাঠান হয়। সেখানে তিনি ৫ ঘণ্টা অবস্থান করেন।

ইউএসএ টুডে’র প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজের বাথরুমে আইসোলেশনে থাকার সময় ৪ মিনিটের একটি টিকটক তৈরি করে পোস্ট করেছিলেন মারিসা ফোটিও। ভিডিওটি চার মিলিয়নেরও বেশি মানুষ দেখেছে।আইসোলেশনে থাকার সময় একজন বিমানবালা মারিসাকে খাবার ও পানীয় সরবরাহ করেন।

ফোটিও এনবিসি নিউজকে বলেন, ফ্লাইটে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন। আমার ভয় হচ্ছিল আমার কারণে তাদের মাঝে কোভিড ছড়িয়ে পড়ে কিনা। তাই আমি স্বেচ্ছায় আইসোলেশনে ছিলাম। ফ্লাইটের বিমানবালা আমাকে অনেক সাহায্য করেছেন। তাকে অনেক অনেক ধন্যবাদ। আইসল্যান্ডে পৌঁছে রেড ক্রস হোটেলে আমাকে আইসোলেশনে থাকতে হয়েছে।

আরও পড়ুন: কুকুরের স্তন্যপান করে বড় হচ্ছে ছাগলছানা!

ফোটিও আরও বলেন, ফ্লাইটে ওঠার আগে পিসিয়ার টেস্টে আমার কোভিড টেস্ট নেগেটিভ এসেছিলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply