করোনা ভ্যাকসিনের চতুর্থ ডোজের অনুমোদন দিলো ইসরায়েল

|

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের বিস্তার রোধে এবার ভ্যাকসিনের চতুর্থ ডোজের অনুমোদন দিয়েছে ইসরায়েল।

দেশটির স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বিশ্বব্যাপী ওমিক্রনের বিস্তারের কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে চতুর্থ ডোজের জন্য গুরুত্ব দেয়া হচ্ছে অসুস্থ এবং বয়স্ক রোগীদের।

ইসরায়েলি স্বাস্থ্য বিভাগের ডিজি জানান, শরীরের ইমিউনিটি বাড়াতেই চতুর্থ ডোজের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) চতুর্থ ডোজ দেয়ার বিষয়টি সুপারিশ করে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ প্যানেল। করোনা টিকার তৃতীয় ডোজ নেয়ার অন্তত চার মাস পর এই ডোজ নেয়া যাবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply