নানা হামলার ঘটনায় আলোচিত ছিল ২০২১ সাল। করোনা মহামারির মধ্যেও অস্থিতিশীল ছিল বিশ্ব রাজনীতি। আর এই কটূ রাজনীতির শিকার হয়েছে বহু তাজা প্রাণ।
বিদায়ী বছরে যত নৃশংস হামলা দেখেছে বিশ্ব
বিদায়ী বছরের মে মাসে গাজাবাসীর ওপর ইসরায়েলের নৃশংস হামলা দেখে বিশ্ব। হামাস নিয়ন্ত্রিত এলাকায় দফায় দফায় বিমান চালিয়ে গুঁড়িয়ে দেয়া হয় বহু স্থাপনা। হামাসও পাল্টা রকেট হামলা চালায়। টানা ১১ দিনের ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে প্রাণ হারান আড়াই শতাধিক মানুষ। যার মধ্যে ইসরায়েলি ১৩ জন, বাকি সবাই ফিলিস্তিনি।
চলতি বছরের আগস্টে প্রায় দুই দশক পর আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান। তখন প্রাণভয়ে কাবুল ছাড়তে সাধারণ মানুষের বিমানবন্দরে হুমড়ি খেয়ে পড়ার দৃশ্য সবাইকে নাড়া দেয়। এ অবস্থার মধ্যেই রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে ২৬ আগস্ট হঠাৎ দু’দফা আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে। ভয়াবহ এ হামলায় নিহত হন প্রায় দুই শতাধিক মানুষ। জঙ্গিগোষ্ঠী আইএস ওই হামলার দায় স্বীকার করে।
কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার কয়েকদিন পরই ভয়াবহ ড্রোন হামলায় দেশটিতে ১০ বেসামরিক নাগরিক নিহত হন। এনিয়ে কম জলঘোলা হয়নি! ভয়াবহ এ হামলায় নিহতদের আসলে আইএস’র সদস্য ভেবে ভুলবশত হামলা চালানোর কথা স্বীকার করে যুক্তরাষ্ট্র। পরে মার্কিন প্রশাসন ওই হামলাকে ‘দুঃখজনক ভুল’ হিসেবেও আখ্যায়িত করে।
আগস্টে মার্কিন সেনা প্রত্যাহারের পর অক্টোবরে প্রথমবার সবচেয়ে প্রাণঘাতী হামলার শিকার হয় আফগানিস্তান। দেশটির কুন্দুজ শহরের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জনের প্রাণহানি হয়। এর এক সপ্তাহের ব্যবধানে দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে আরেকটি মসজিদে শক্তিশালী বোমা হামলায় মারা যান অন্তত ২৫ জন। জঙ্গি গোষ্ঠী আইএস ওই হামলার দায় স্বীকার করে।
সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে সবচেয়ে প্রাণঘাতী দিন ছিল ১৫ মার্চ। সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৩৮ বিক্ষোভকারী নিহত হন। সবশেষ ২৫ ডিসেম্বর মিয়ানবার সেনাবাহিনীর নৃশংসতার জন্য আবারও বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয় মিয়ানমার। নারী–শিশুসহ ৩০ জনের বেশি মানুষকে হত্যার পর আগুনে পুড়িয়ে দেয় মরদেহ।
এদিকে, চলতি বছরের শুরুতেই পাকিস্তানের বেলুচিস্তানে একটি কয়লা খনির ১১ জন শ্রমিককে অপহরণের পর হত্যা করে ইসলামিক জঙ্গিগোষ্ঠী আইএস। একই মাসের ২১ তারিখ জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে ইরাকের বাগদাদ। আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারায় ৩২ জন। শিয়া মুসলিমদের অবস্থান লক্ষ্য কোরে দেশটির একটি মার্কেটে এই হামলা চালায় জঙ্গিগোষ্ঠী আইএস।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে চলতি বছরের ফেব্রুয়ারিতে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে মন্ত্রীসহ গুরুতর আহত হন দলটির আরও ১৩ নেতাকর্মী। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে পুলিশের একটি বাসে হামলা চালায় পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ ই মোহাম্মদ। এতে অন্তত দুই পুলিশ সদস্য নিহত হন।
৭ জুলাই হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসিকে তার বাসভবনে ঢুকে হত্যা করে বন্দুকধারীরা। উগান্ডার রাজধানী কামপালায় পার্লামেন্টের বাইরে ও শহরটির পুলিশ সদর দফতর এলাকায় ভয়াবহ জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে নভেম্বরে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চালীয় শহর বেণীর একটি রেস্টুরেন্টে বড়দিনের অনুষ্ঠানে ২৫ ডিসেম্বর আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৬ জন নিহত হন।
Leave a reply