যুক্তরাষ্ট্রে ভয়াবহ আগুন, পুড়ে গেলো শত শত বাড়ি

|

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে দাবালনে পুড়ে গেছে দুই শহরের শত শত ঘরবাড়ি। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে কলোরাডো অঙ্গরাজ্যের রাজধানী ডেনভারের কাছে দুইটি শহরে ছড়িয়ে পড়া এই দাবালনের কারণে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, বোল্ডার কাউন্টিতে খুব দ্রুত ছড়িয়ে পড়া এই দাবালন অল্প সময়েই মধ্যেই ১৬শ একর এলাকা পুড়িয়ে ফেলে। এতে ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। বোল্ডার কাউন্টির শেরিফ জো পেল জানান, সুপিরিয়ন শহরের ৩৭০টি বাড়ি এবং ওল্ড সুপিরিয়ন শহরের ২১০টি বাড়ি পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ নিহত কিংবা নিখোঁজ হননি বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।

আরও পড়ুন: বর্ষবরণ উৎসবে বৈষ্ণোদেবী মন্দিরে পদদলিত হয়ে নিহত ১২

এদিকে, দবলনের পর কলোরাডোর প্রায় ১৫ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এই দাবালনের পরপরই কলোরাডোর আবহাওয়ায় খুব দ্রুতই বদলে যাবে পূর্বাভাসে বলা হয়েছে। শনিবার সেখানে ৫ থেকে ১০ ইঞ্চি তুষারপাতের আশঙ্কা রয়েছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply