দেশের প্রধান সংকট নির্বাচনকালীন সরকার। ইসি গঠন কোনো ইস্যু নয়। তাই চলমান সংলাপ অর্থহীন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১ জানুয়ারি) সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা ইস্যুতে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার সাজার বিষয়টি রাজনৈতিক। এখানে আইনের কিছু নেই। তাই খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই দায় নিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি’র মহাসচিব।
এর আগে, মানিকগঞ্জে বিএনপির এক সমাবেশে মির্জা ফখরুল বলেছিলেন, ২০১৪ সালে একটা নির্বাচন হয়েছে, যেখানে কোনো ভোটই হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জন সাংসদ জয়ী হয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে আগের রাতেই ভোট ডাকাতি করে নিয়ে গেছে। তখনো একটি আলোচনা (সংলাপ) করেছিল। এখন আবার সেই আলোচনা শুরু করেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ভোটের অধিকার প্রতিষ্ঠা না হলে এই সংলাপ অর্থহীন। এই সংলাপে সংকটের সমাধান হবে না।
Leave a reply