টিকেট কেটে ঢুকলেই সারা দিন ধরে আর উপভোগ করা যাবে না তাজমহলের সৌন্দর্য। এখন থেকে তাজমহল দেখার জন্য মাত্র তিন ঘণ্টা সময় পাবেন দর্শনার্থীরা।
আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) জানিয়েছে, পর্যটনের ভরা মৌসুমে এই স্থাপত্য নিদর্শনটির দৈনিক দর্শনার্থী ধারণ ক্ষমতা সর্বোচ্চ ৫০ হাজার। ভিড় কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতি বছর গড়ে ৭০ থেকে ৮০ লাখ পর্যটক মর্মর পাথরের তৈরি বিশ্বের সর্ববৃহৎ এই অনিন্দ্য সুন্দর স্থাপনাটি দেখতে আসেন।
আজ পহেলা এপ্রিল থেকে এই সময় সীমা কার্যকর করা হবে বলে জানিয়েছে এএসআই। তবে এখনও এ বিষয়ে তাজমহলের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো কিছু উল্লেখ করা হয়নি।
এএসআই-এর কর্মকর্তারা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, টিকিটে সময় সীমা বিষয়টি ছাপ মেরে উল্লেখ করে দেওয়া হবে, এবং কর্মীরা সেটি হাতে হাতে যাচাই করে দেখবেন।
বিদেশি পর্যটকদের জন্য বর্তমানে তাজমহলের প্রবেশ মূল্য হাজার রুপি বা ১৫ ডলার। সার্কভুক্ত দেশগুলোর জন্য ৫৩০ রুপি, এবং ভারতীয়দের জন্য মাত্র ৪০ রুপি।
অত দাম দিয়ে টিকেট কেটে ঢুকেই তাজমহলের রূপে মোহিত হয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানোর সুযোগ থাকছে না। তাজমহল প্রাঙ্গণে প্রবেশের সাথে সাথে আপনাকে পুরো সময়টা বেশ গুছিয়ে কাজে লাগাতে হবে।
আর তা যদি না পারেন তো কী হবে? না না, কেউ অর্ধ চন্দ্র দেবে না। কিন্তু গুণতে হবে বাড়তি নগদ নারায়ণ, মানে অর্থ-কড়ি।
যমুনা অনলাইন: এফএইচ
Leave a reply