ওয়েব সিরিজের পর এবার সিনেমার পরিচালক অনির্বাণ, সামনে এলো প্রথম পোস্টার

|

চবি: সংগৃহীত।

অভিনয় জগতে নাম কামিয়ে এবার চলচ্চিত্রের আরেক দরজায় ভারতীয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ওয়েব সিরিজে ব্যাপক সাড়া পেয়ে এবারে সরাসরি নেমে পড়েছেন ছবি পরিচালনায়। প্রথম কাজেই বেছে নিয়েছেন চ্যালেঞ্জ। নাট্যকার বাদল সরকারের জনপ্রিয় নাটক ‘বল্লভপুরের রূপকথা’ -কে এবার সিনেমায় রূপ দেবেন অনির্বাণ। ছবির নামও একই। খবর আনন্দবাজার পত্রিকার।

ছবিটি সম্পর্কে এখনও বেশি কিছু তথ্য জানা যায়নি। অভিনয়ে কারা আছেন বা শুটিং শুরু কবে থেকে এসবের কোনো তথ্যই প্রকাশ করা হয়নি। জানা গেছে, ছবিটি প্রযোজনা করছে প্রযোজনা সংস্থা এসভিএফ। সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, এটি হবে কমেডি ঘরানার হরর মুভি।

আরও পড়ুন: যাদের কেড়ে নিলো ২০২১

এরই মধ্যে প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে বল্লভপুরের রূপকথার। আকাশে চাঁদের নিভু নিভু আলো, ভাঙা রাজবাড়ি, ফাঁকা মাঠে দাঁড়িয়ে থাকা গাড়ি, পুরনো দিনের কামান সব মিলিয়ে ছবিটি ঘিরে ইতোমধ্যেই বেশ গা ছমছমে আবহ তৈরি করেছে।

ছবিতে কারা কারা অভিনয় করবেন তা জানা যায়নি। তবে জানা গেছে, সঙ্গীত পরিচালনায় আছেন শুভদীপ গুহ ও দেবরাজ ভট্টাচার্য। ‘বল্লভপুরের রূপকথা’ নাটককে পর্দার উপযোগী করতে কলম ধরেছেন অনির্বাণ ভট্টাচার্য নিজে এবং তার ঘনিষ্ঠ সহকারী প্রতীক দত্ত। ক্যামেরায় থাকবেন সৌমিক হালদার।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply