বলিউড ইন্ডাস্ট্রি ২০২০ সালের মতো ২০২১ সালটিও কাটিয়েছে মহামারি করোনার রেশ নিয়েই। তবে এ বছরের মাঝামাঝিতে গিয়ে অনেকটাই পাল্টে গিয়েছে বলিউডের চেহারা। সেই সঙ্গে পিছিয়ে নেই ভারতের দক্ষিণী সিনেমাগুলো। ২০২১ এ বক্স অফিসে বাজিমাত করা ছবিগুলো নিয়ে থাকছে আজকের প্রতিবেদন।
পুষ্পা : চলতি বছর পুষ্পা : দ্য রাইজ সিনেমা মুক্তির পর ভারতজুড়ে প্রবল আলোড়ন তৈরি হয়। মুক্তির মাত্র দুদিনের মাথায় আয় ১০০ কোটি রুপি ছাড়িয়ে যায়। মূলত লাল চন্দন কাঠের অবৈধ পাচারকে ঘিরে পুষ্পা সিনেমার গল্প। সুকুমার বন্দরেড্ডির পরিচালনায় এতে আল্লু আর্জুনকে লরি চালকের ভূমিকায় দেখা যায়, তার বিপরীতে এতে অভিনয় করেন রাশমিকা মান্দানা।
সূর্যবংশী : রোহিত শেঠি পরিচালিত অক্ষয় কুমার অভিনীত সূর্যবংশী আয় করেছে ২০০ কোটি রুপি। দীর্ঘদিন পর বলিউডের কোনো সিনেমা বক্স অফিসে এমন চমক দেখাল। পুলিশি অ্যাকশনভিত্তিক সিনেমাটি দেখতে দর্শকরা প্রেক্ষাগৃহে ভিড় করছেন। অক্ষয়-ক্যাটরিনা জুটির টিপ টিপ বর্ষা পানিও প্রশংসা পেয়েছে।
মাস্টার : তামিল সুপারস্টার বিজয় অভিনীত বহুল আলোচিত সিনেমা মাস্টার। ভারতের বক্স অফিসে মুক্তির দিনে এ সিনেমা সাড়া ফেলেছিল দারুণ। সিনেমার বাজেট ছিলো ১৩৫ কোটি রুপি। আর সিনেমাটি আয় করেছে ৩০০ কোটি রুপি। তামিল ভাষার অ্যাকশনধর্মী থ্রিলার সিনেমাটি পরিচালনা করেন লোকেশ কনগরাজ। আর এর কেন্দ্রীয় চরিত্রে বিজয়ের পাশাপাশি অভিনয় করেন বিজয় সেতুপতি।
এদিকে, করোনাকালে দাপিয়ে বেড়িয়েছে ওটিটি। বক্স অফিসের পাশাপশি ওটিটিতেও মুক্তি পেয়েছে বেশকিছু আলোচিত সিনেমা। যেগুলো দখল করেছিল আইএমডিবির শীর্ষ স্থান। যার মধ্যে ছিল তামিল সিনেমা জয় ভীম। সিনেমা এতটাই জনপ্রিয় হয়েছে যে, আইএমডিবির ইউজার রেটিংয়ে সেরা এক হাজার সিনেমার তালিকায় ৯ দশমিক ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চলতি বছর মুক্তি পাওয়া সুরিয়া অভিনীত এই সিনেমা।
এছাড়াও দক্ষিণ ভারতের জনপ্রিয় চলচ্চিত্র তারকা ধনুশের অ্যাকশনধর্মী চলচ্চিত্র কারনান। যেটি অনেক হলিউড সিনেমাকেই পিছনে ফেলে আইএমডিবির ৮.২ রেটিং নিয়ে এগিয়ে আছে। এটি পরিচালনা করেন মারি সেলবারাজ। সিনেমাতে ধানুশের বিপরীতে অভিনয় করেন রাজিশা বিজায়ান।
/এডব্লিউ
Leave a reply