মুম্বাই যাচ্ছেন আহত তপু বর্মন

|

ছবি: সংগৃহীত

বাম পায়ের লিগামেন্টের চিকিৎসা নিতে মুম্বাই যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার তপু বর্মন। এর আগে, গত ডিসেম্বরে স্বাধীনতা কাপের এক ম্যাচে বাম পায়ে চোট পেয়েছিলেন তপু। গত এক মাসে অবস্থার উন্নতি না হওয়ায় স্থানীয় চিকিৎসকের পরামর্শে মুম্বাইয়ে চিকিৎসা করাতে যাচ্ছেন তিনি।

শনিবার (১ জানুয়ারি) তপুর ক্লাব বসুন্ধরা কিংসের সূত্রে জানা গেছে, তপুর চোট এতটাই গুরুতর যে চলতি মৌসুমে তাকে দলে পাওয়ার আশা অনেকটাই ছেড়ে দিয়েছে ক্লাব। শুধু বসুন্ধরা কিংসকেই না তপুর এ ইনজুরি ভোগাতে যাচ্ছে জাতীয় দলকেও। কারণ, আগামী জুনেই মাঠে গড়াবে এশিয়ান কাপের বাছাইপর্ব। এমন গুরুত্বপূর্ণ সময়ে দলের নির্ভরযোগ্য এ ডিফেন্ডারের এমন গুরুতর ইনজুরি নিশ্চয়ই ভোগাবে মারিও লেমো’র শীষ্যদের।

জানা গেছে, ইতোমধ্যেই ভিসার জন্য আবেদন করেছেন তপু। ভিসার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই মুম্বাইয়ের উদ্দেশে দেশ ছাড়বেন তিনি।

এদিকে, মাঠের টার্ফের কারণে সম্প্রতি ইনজুরড হয়েছেন জাতীয় দলের আরেক সেন্টারব্যাক রিয়াদুল হাসান। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচে গোড়ালিতে আঘাত পান সাইফ স্পোর্টিং ক্লাবের এ ডিফেন্ডার। আজ তার এমআরআই করানো হয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply