বেসিক ব্যাংকে নিয়োগে অনিয়ম, করণীয় নির্ধারণে কমিটি

|

বেসিক ব্যাংকে অনিয়ম করে নিয়োগ পাওয়া ৭৮৩ জন কর্মকর্তার বিষয়ে করণীয় নির্ধারণে ৫ সদস্যের কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। আগামী ৩১ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনাও দেওয়া হয়েছে।

ন্যূনতম যোগ্যতা ও নীতিমালা লঙ্ঘন করে বিভিন্ন পদে এদের নিয়োগ দেয়া হয়। অনেকের ক্ষেত্রে নিয়োগ পরীক্ষাও হয়নি, দিতে হয়নি জীবনবৃত্তান্ত ও আবেদনপত্রও। পত্রিকায় ছিল না নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন। এমনকি মানা হয়নি সরকারি চাকরির বয়সসীমা।

শুধু তাই নয়, কোনো ক্ষেত্রে ছিল না যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনও। এসব নিয়োগের অধিকাংশই ছিল বিভিন্ন স্তরের কর্মকর্তার পদ। বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের প্রতিবেদনে উঠে আসে নজিরবিহীন এসব অনিয়ম ও দুর্নীতির তথ্য। অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি এসব বিষয়ে করণীয় নির্ধারণের জন্যে উদ্যোগ নিয়েছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply