সপ্তাহের ব্যবধানে ৬০ শতাংশ বেড়েছে সংক্রমণ

|

ছবি: সংগৃহীত

দেশে করোনাভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। গত এক সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় ৬০ শতাংশ বেড়েছে সংক্রমণ, স্বাস্থ্য অধিদফতর এমন তথ্য জানিয়েছে। রোববার (২ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রোবেদ আমিন নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

রোবেদ আমিন জানান, ২০ ডিসেম্বর থেকে সংক্রমণ বাড়তে শুরু করেছে। ২৭ ডিসেম্বর থেকে সংক্রমণ ২ শতাংশ পার হয়ে যায়। নভেম্বরে দেশে করোনা শনাক্তের সংখ্যা ছিল ৬ হাজার ৭৪৫। ডিসেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২৫৫ জনে।

মূলত করোনা শনাক্তের সংখ্যা বাড়তে থাকে গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে। শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। করোনায় বর্তমানে যাদের মৃত্যু হচ্ছে, তাদের বেশিরভাগেরই বয়স ৫০ এর বেশি।

করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে রোবেদ আমিন বলেন, ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের অবস্থা খুব বেশি খারাপ হয়, এমন সংখ্যা কম। তবে এ নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। সবাইকে মাস্ক পরতে হবে।ৱ

এমএন/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply