যুক্তরাষ্ট্র থেকে আসলো আরও ২৫ লাখ ডোজ ফাইজার ভ্যাক্সিন

|

ছবি: সংগৃহীত।

মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার কর্তৃক উপহার হিসেবে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় বাংলাদেশকে দেয়া আরও ২৪ লক্ষ ৯০ হাজার ৭৮০ ডোজ করোনার টিকা দেশে এসে পৌঁছেছে ।

আজ রোববার (২ জানুয়ারি) সকাল ৮টা ২৭ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফাইজার ভাকসিনের এই চালান এসে পৌঁছায়। আগামী ১০ জানুয়ারি আরও ৪৬ লক্ষ ডোজ ফাইজার ভ্যাক্সিনের পরবর্তী চালান যুক্তরাষ্ট্র থেকে আসার কথা রয়েছে।

গত বছরের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র সরকার কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে ফাইজারের ১৭ লাখ ৮০ হাজার ডোজ কোভিড-১৯ টিকা উপহার দিয়েছে। ফাইজারের সেই টিকা অনুদান ছিল যুক্তরাষ্ট্র সরকারের বিশ্বব্যাপী কোভিড-১৯ মোকাবেলায় ১০০ কোটি টিকা অনুদানের বৃহত্তর প্রতিশ্রুতির অংশ। যা ২০২২ সালের মধ্যে বিনামূল্যে বিতরণ করার কথা রয়েছে।

আরও পড়ুন: করোনায় মৃত্যু কমলেও শনাক্তের সংখ্যা বেড়েছে

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply