করোনাভাইরাসে শনাক্ত ছাড়ালো ২৯ কোটি

|

বিশ্বজুড়ে ২৯ কোটি ছাড়ালো করোনাভাইরাস শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায়ই ৮ লাখ ২৩ হাজারের বেশি মানুষের দেহে মিললো ভাইরাসটি।

রোববার (২ ডিসেম্বর) রেকর্ড করা হয় কমপক্ষে ৩ হাজার মানুষের প্রাণহানি। স্বাস্থ্যবিদদের আশঙ্কা, করোনার তুলনায় কয়েকগুণ বেশি ছোঁয়াচে ওমিক্রনের কারণেই জ্যামিতিক হারে বাড়ছে সংক্রমণ।

এদিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ এক লাখ ৮৫ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস। দেশটিতে রোববার প্রাণ হারান ১৬২ জন। পরের অবস্থানেই রয়েছে ব্রিটেন, দেশটিতে এক লাখ ৩৭ হাজারের ওপর সংক্রমণ শনাক্ত হয় এদিন। ফ্রান্সেও নমুনা পরীক্ষায় অর্ধ-লক্ষের বেশি মানুষের দেহে মিললো ভাইরাসটি। তবে প্রাণহানির দিক থেকে শীর্ষ অবস্থানে ছিলো রাশিয়া। রোববার দেশটিতে করোনায় মৃত্যুবরণ করেন ৮১১ জন। সারাবিশ্বে মোট ৫৪ লাখ ৬০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন মহামারিতে।

এদিকে যুক্তরাষ্ট্রের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে দেশটির শীর্ষ স্বাস্থ্যবিদ ড. অ্যান্থনি ফাউচি বলছেন, করোনাভাইরাসে অনেকটাই কমে এসেছে প্রাণহানি। মূল কারণ, জোরালো টিকাদান কর্মসূচি। তবে খুব সতর্ক থাকতে হবে। নতুবা সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়ে হাসপাতালে বাড়বে রোগী ভর্তির পরিমাণ। সে কারণেই স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর বাড়তি চাপ নিয়ে আমরা চিন্তিত।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply