কাটুই পোকার আক্রমণে সরিষা চাষির সর্বনাশ

|

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় কাটুই পোকার আক্রমণে সরিষার ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষক। রাতের বেলা গাছের শেকড় কেটে দেয়ায় গাছ মরে যাচ্ছে। এ সমস্যাটি প্রতি বছর হলেও এবার পরিস্থিতি বেশ প্রতিকূলে। কীটনাশকসহ নানা ওষুধ প্রয়োগ করেও কোনো কাজ হচ্ছে না বলে জানান কৃষক।

আগের রাতে বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা দেখে গেছেন চাষি। রাত পেরোতেই সকালে এসে দেখেন, গাছের গোঁড়ায় পোকার আক্রমণ। এমনটাই ঘটছে টাঙ্গাইলের বাসাইল উপজেলার রাসড়া, কাঞ্চনপুর, যৌতুকী, জিগাতলিসহ বিভিন্ন এলাকায়। কৃষকরা বলছেন, গতবছরের তুলনায় এবার মাঠে সরিষার আবাদ হয়েছে বেশি। কিন্তু রাতারাতি পোকা খেয়ে ফেলছে সরিষা গাছ। লাভ তো দূরের কথা, ক্ষেতে লগ্নি করা টাকা তোলা নিয়েই দুশ্চিন্তায় চাষি।

ওষুধ কিংবা কীটনাশকেও পোকা মরছে না বলে অভিযোগ চাষিদের। তবে বাসাইল উপজেলা কৃষি কর্মকর্তা নাজনীন আক্তার বলছেন, সমস্যা সমাধানে প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা।

চলতি মৌসুম টাঙ্গাইলে ৪৭ হাজার ১২০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply