বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত মার্কিন প্রতিরক্ষা সচিব

|

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন করোনা আক্রান্ত হয়েছে। একটি বিবৃতি প্রকাশ করে ৬৮ বছর বয়সী অস্টিন জানান, মৃদু উপসর্গ আছে তার। বর্তমানে বাড়িতেই কোয়ারেন্টাইনে আছেন তিনি। খবর রয়টার্সের।

বিবৃতিতে অস্টিন বলেন, আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমার পজেটিভ করোনা রিপোর্ট সম্পর্কে জানিয়েছি। প্রেসিডেন্টকেও বিষয়টি অবগত করেছি। সম্প্রতি আমার সংস্পর্শে যারা এসেছেন তারা এরই মধ্যে করোনা টেস্ট করা শুরু করেছেন।

অস্টিন করোনার সবক’টি ডোজ টিকা নিয়েছেন বলে জানান। সেই সাথে গত বছরের অক্টোবরে তিনি বুস্টার ডোজও নিয়েছিলেন। এনিয়ে প্রতিরক্ষা সচিব বলেন, করোনার ভ্যাকসিন ভালো কাজ করছে। এ জন্য ভ্যাকসিনেশন সেনাবাহিনীর জন্য আবশ্যক হিসেবে বলবৎ থাকবে। আমার পরামর্শ, এখনই বুস্টার ডোজ নিয়ে নিন প্রত্যেকে।

এর আগে হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি করোনা পজেটিভ হয়েছিলেন। তার পরিবারের সদস্যরাও করোনা আক্রান্ত হন। সেই সময় সাকি বলেন, ভ্যাকসিনের প্রতি আমি কৃতজ্ঞ। ভ্যাকসিন নেয়ায় আমার মধ্যে করোনার কেবলমাত্র মৃদু উপসর্গ দেখা দিয়েছে, আর এর জন্যই করোনা আক্রান্ত হয়েও বাড়িতে বসে কাজ করতে পারছি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply