চীনে করোনায় আক্রান্ত আরও ১৬১, সংক্রমিত হয়েছেন স্থানীয়ভাবে

|

ছবি: সংগৃহীত।

চীনে নতুন করে আরও ১৬১ জনের শরীরে মিলেছে কোভিড নাইনটিন ভাইরাস। নতুন আক্রান্তদের মধ্যে ১০১ জনই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। যাদের বিদেশ ভ্রমণের কোনো রেকর্ড নেই।

সোমবার (৩ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আক্রান্তদের বেশিরভাগই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ শানজির। প্রদেশটির রাজধানী শিয়ানে সংক্রমণ রোধে চলছে লকডাউন। সরকারের তরফ থেকে প্রত্যেক বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী। এছাড়া প্রস্তুত রাখা হয়েছে বিশেষায়িত হাসপাতাল। এছাড়া ঝিয়াং প্রদেশেও নতুন সংক্রমিত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। কয়েক সপ্তাহ ধরে দেশটিতে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস।

আরও পড়ুন: বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত মার্কিন প্রতিরক্ষা সচিব

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply