‘বাতিল’ লুক ডি ইয়ংয়ের গোলে জয়ে শুরু বার্সার বছর

|

ছবি: সংগৃহীত

বার্সেলোনাকে বছরের প্রথম ম্যাচে জয় এনে দিলেন তাদের ‘বাতিল’ স্ট্রাইকার লুক ডি ইয়ং। আর এর মাধ্যমেই মায়োর্কাকে ১-০ গোলে হারিয়ে লা লিগায় গুরুত্বপূর্ণ জয় পেলো ক্যাটালান ক্লাবটি।

ইনজুরির কারণে আনসু ফাতি, মেমফিস ডিপাই, মার্টিন ব্র্যাথওয়েইটরা ছিলেন না স্কোয়াডে। করোনা আক্রান্ত হওয়ায় ছিলেন না ফিলিপে কৌতিনহো, ওসমান ডেম্বেলে, এজ্জালজুলিরা। মাঠে ১১ জন নামাতেই হিমশিম খেয়ে যাওয়া বার্সা কোচ জাভি বাধ্য হয়েই তাই টিকিটাকার সাথে অসামঞ্জস্যপূর্ণ লুক ডি ইয়ংকে নামাতে এক প্রকার বাধ্যই হন মাঠে। কারণ, আর কোনো স্ট্রাইকারই যে নেই খেলার অবস্থায়!

আরও পড়ুন: দুর্দান্ত লড়াইয়ে লিভারপুলকে জয় বঞ্চিত করলো চেলসি

শুরু থেকেই বল দখলে আধিপত্য ছিল বার্সেলোনার। তবে ২৯তম মিনিটে এগিয়ে যেতে পারতো সফরকারীরা। বিরতির আগে ডেডলক ভাঙেন বার্সার ডাচ স্ট্রাইকার লুক ডি ইয়ং। দ্বিতীয়ার্ধে ভালো একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি নিকো গনজালেস। আক্রমণের ধার বাড়াতে থাকে স্বাগতিকরা। এরপর ইনজুরি টাইমে ইয়াওমে কস্তার ভলি দারুণ দক্ষতায় ফিরিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেন বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগেন। ১৯ ম্যাচে ৮ জয় ও ৭ ড্র করে ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে বার্সেলোনা।

আরও পড়ুন: হার দিয়ে বছর শুরু রিয়ালের


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply