তাইওয়ানে ৬ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠলো রাজধানী শহরও

|

ছবি: সংগৃহীত।

তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলে সোমবার (৩ জানুয়ারি) বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এ মাত্রা ৬.০। ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির রাজধানী শহর তাইপেও। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। খবর এনডিটিভির।

তাইওয়ানের স্থানীয় আবহাওয়া অধিদফর ব্যুরো বলছে, ৬.০ মাত্রার এ ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার বা ১২ মাইল গভীরে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ৬.২।

আরও পড়ুন: করোনার বিস্তারে পশ্চিমবঙ্গে নানা বিধি-নিষেধ

সংবাদ সংস্থা এএফপি বলছে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে হঠাৎ কেঁপে ওঠে তাইওয়ানের মাটি। বিশেষ করে উপকূলে অবস্থিত ভবনগুলো ভয়ানকভাবে দুলতে থাকে। এই কম্পন স্থায়ী হয় ২০ সেকেন্ড।

দু’টি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় তাইওয়ানে ভূমিকম্পে আঘাত হানে নিয়মিত। এর আগে গত বছরের অক্টবরে উত্তর-পূর্ব ইলানে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৬৭ কিলোমিটার গভীরে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল তুলনামূলক কম।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply