মার্চ মাস এলেই শিক্ষা প্রতিষ্ঠান কবে থেকে পুরোদমে চালু হবে, তা সিদ্ধান্ত নেয়া যাবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দীপু মনি এ সময় বলেন, করোনা পরিস্থিতি বিশ্বের যে কোনো জায়গার তুলনায় আমাদের দেশে ভালো। কিন্তু আক্রান্তের হার বাড়ছে।
করোনা সংক্রমণ বাড়লেও ক্লাস বন্ধ করার মতো পরিস্থিতি হয়নি উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, সবাইকে সাবধানে থাকতে হবে। মার্চে সিদ্ধান্তের পাশাপাশি প্রয়োজন বুঝে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া দুই বছরে শিক্ষায় যে ঘাটতি হয়েছে, তা ঠিক করার চেষ্টা করবে বলেও মন্তব্য করেন ডা. দীপু মনি।
এমএন/
Leave a reply