‘বোলার নয়, বল দেখে ব্যাট করেছি’

|

মাহমুদুল হাসান জয়।

বোলার নয়, বল দেখে ব্যাট করেছি। বিশ্বসেরা চার ফার্স্ট বোলারকে মোকাবেলা করার পর এমন আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন বাংলাদেশ ওপেনার মাহমুদুল হাসান জয়। বিপরীতে টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। তার মতে, দারুণ টেম্পারমেন্ট দেখিয়ে নিউজিল্যান্ডের বোলিং পরিকল্পনা এলোমেলো করে দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা।

টস জিতে ফিল্ডিং নিয়ে দেশের বাইরে প্রথমবারের মতো প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ। পুরো পাঁচ সেশনে কিউই পেসারদের অসহায় বানিয়ে উইকেট আকড়ে পড়ে থাকা সেই ইনিংসে শান্ত, লিটন, মুমিনুলদের দায়িত্বশীল ব্যাটিংয়ে পূর্ণতা আসলেও দারুণ শুরুটা এসেছে মাহমুদুল হাসান জয়ের ব্যাটে। তিনি বলেন, একটা প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলাম আমরা। সেখানে মোটামুটি ভালোই খেলি আমি। সেখান থেকেই মূলত আত্মবিশ্বাসটা পাই আমি। তাছাড়া নাম দেখে নয়, আমি ব্যাট করেছি বল দেখে।

ম্যাচ পববর্তী সংবাদ সম্মেলনে ট্রেন্ট বোল্ট।

কোনো কৌশলেই আটকানো যায়নি টাইগারদের। পরিণত ব্যাটিংয়ে চিত্রনাট্য নিজেদের করে নিয়েছেন মুমিনুল-লিটনরা। বাংলাদেশের ব্যাটিং মুগ্ধতা ছড়িয়েছে কিউই শিবিরেও। নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট বলেন, বাংলাদেশ খুবই ভালো খেলেছে। দারুণ দৃঢ়তায় ম্যাচে ব্যবধান গড়েছে। একের পর এক স্পেল করতে বাধ্য হয়েছি আমরা। এটাই টেস্ট ক্রিকেট।

আরও পড়ুন: মুমিনুল-লিটনদের ব্যাটে যে রেকর্ড গড়লো টাইগাররা

ম্যাচের বাকি আর দুই দিন। ছন্দ ধরে রাখতে পারলে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস পাল্টানোর মতো দারুণ অর্জনের সাক্ষী হওয়ার সুযোগ থাকছে মুমিনুলের দলের।

আরও পড়ুন: ‘জয়কে দেখে মনেই হয়নি, ও নতুন এসেছে’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply