মাহমুদুল জয়কে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে দিলো হাতের ইনজুরি

|

মাহমুদুল জয়কে পাওয়া যাবে না দ্বিতীয় টেস্টে। ছবি: সংগৃহীত

ডান হাতের ইনজুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মাহমুদুল হাসান জয়। চোটের কারণে মাহমুদুল হাসান জয়ের ডান হাতের মাঝের দুই আঙুলে তিনটি সেলাই করা হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শুরুর আগে ফিল্ডিং অনুশীলনের সময় ডান হাতে চোট পান ২১ বছর বয়সী এই ওপেনার। তার হাতের তৃতীয় ও চতুর্থ আঙ্গুলের মাঝখানে তিনটি সেলাই করা হয়েছে। এর জন্য অন্তত ৭ থেকে ১০ দিন ডাক্তারদের পর্যবেক্ষণে থাকতে হবে জয়কে। এছাড়াও প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছ। এ কারণে আগামী ৯ জানুয়ারি কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলা হবে না তরুণ এই ওপেনারের।

আরও পড়ুন: ‘বোলার নয়, বল দেখে ব্যাট করেছি’

মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে ২২৮ বলে ৭৮ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন এই ওপেনার। প্রস্তুতি ম্যাচের পর টেস্টেও দারুণ পারফরমেন্সে মাহমুদুল হাসান জয়ের মাঝে টেস্ট মেজাজের সাথে সামঞ্জস্যপূর্ণ একজন ওপেনার পাওয়া গেছে বলে আশাপ্রকাশ করছেন ক্রিকেট বোদ্ধারা।

আরও পড়ুন: রফিক-সাকিবের পর এলিট ক্লাবে মিরাজ

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply