সবার আগে অ্যাপল, বাজারমূল্য ছাড়ালো ৩ ট্রিলিয়ন ডলার

|

ছবি: সংগৃহীত

প্রথম কোম্পানি হিসেবে বাজারমূল্য ৩ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে অ্যাপলের। গত সোমবার (৩ জানুয়ারি) শেয়ারের মূল্য ৩ শতাংশ বৃদ্ধির পর এ মাইলফলক স্পর্শ করে টেক জায়ান্টটি।

আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের এদিন শেয়ার বিক্রি হয় প্রায় ১৮৩ ডলারে। ১৯৭৬ সালে যাত্রা শুরুর পর থেকেই একের পর এক চমক তৈরি করছে স্টিভ জবসের প্রতিষ্ঠানটি। ২০০৭ সালের জানুয়ারিতে প্রথম আইফোন বাজারে আনার পর অ্যাপলের শেয়ারের মূল্য বেড়েছিল ৫ হাজার ৮শ’ শতাংশ। ২০১৮’র আগস্টে প্রথম মার্কিন প্রতিষ্ঠান হিসেবে ১ ট্রিলিয়ন ডলারের কোম্পনিতে পরিণত হয় অ্যাপল। ঠিক দু’বছরের মাথায় এর বাজারমূল্য ছাড়িয়ে যায় ২ ট্রিলিয়ন ডলার। মহামারির দাপটের মধ্যেও ৩ ট্রিলিয়নের মাইলফলকে পৌঁছাতে সময় লাগলো মাত্র ১৭ মাস।

অ্যাপলের ঊর্ধ্বমুখী বাজারমূল্যের গ্রাফ। ছবি: সংগৃহীত

আরও পড়ুন: ভারতে বন্ধ হলো মুসলিম নারীদের নিলামে তোলা অ্যাপ

২০২২ সালের প্রথম দিনেই সিলিকন ভ্যালির এই কোম্পানির শেয়ার ১৮২.৮৮ মার্কিন ডলারে উঠে রেকর্ড সৃষ্টি করে। এর মাধ্যমেই অ্যাপলের বাজার মূল্য উঠে যায় ৩ ট্রিলিয়ন ডলারে উপর।

আরও পড়ুন: ভয়াবহ তুষার ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন যুক্তরাষ্ট্রের সাড়ে ৭ লাখ মানুষ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply