করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী

|

ছবি: সংগৃহীত।

করোনা আক্রান্ত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মৃদু উপসর্গ দেখা দিয়েছে তার শরীরে। বর্তমানে নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে আছেন তিনি। তবে মুখ্যমন্ত্রী ওমিক্রনে আক্রান্ত কি না তা জানা যায়নি। খবর  এনডিটিভির।

মঙ্গলবার (৪ জানুয়ারি) নিজেই টুইট করে এ তথ্য জানিয়েছেন কেজরিওয়াল। তিনি লেখেন, আমি করোনা পজেটিভ হয়েছি। মৃদু উপসর্গ আছে। বাড়িতেই আইসোলেশনে আছি। বিগত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তারা দয়া করে নিজেকে আইসোলেশনে রাখুন এবং জরুরি ভিত্তিতে করোনা পরীক্ষা করিয়ে নিন।

আরও পড়ুন: তৃতীয়বার করোনা আক্রান্ত বাবুল সুপ্রিয়, সংক্রমিত পরিবার ও কর্মচারীরাও

সম্প্রতি ভারতের অন্যান্য অঞ্চলের মতো দিল্লিতেও হুহু করে বাড়ছে করোনা। সোমবার (৩ জানুয়ারি) দিল্লিতে কোভিড সংক্রমণের হার ছিল ৬.৪৬ শতাংশ। প্রশাসন বলছে, যদি সংক্রমণের হার লাগাতার দু’দিনের বেশি ৫ শতাংশের উপরে থাকে, তা হলে সরকার চূড়ান্ত সতর্কতা এবং কঠোর বিধিনিষেধ জারি করতে পারে।

বর্তমানে হলুদ সতর্কতা বহাল রয়েছে দিল্লিতে। দেশটির রাজধানীতে কোভিড পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিপর্যয় মোকাবেলা কমিটি একটি পর্যালোচনা বৈঠক করবে বলে জানা গেছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply