লাদাখে ব্রিজ বানাচ্ছে চীন

|

ছবি: সংগৃহীত।

বিরোধপূর্ণ পূর্ব লাদাখে ব্রিজ বানাচ্ছে চীন। ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্যাগং লেকের ওপর নতুন ব্রিজটি তৈরি প্রায় শেষ করে ফেলেছ চীন।

প্যাংগং লেকের যে অংশটিতে ব্রিজটি তৈরি করছে এটি চীনের সীমানায় পড়েছে। তবুও এটি ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে। কারণ লেকের উপর তৈরি ব্রিজটির মাধ্যমে খুব সহজে এখন এক পাশ থেকে আরেক পাশে যানবাহন ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সহজে যাতায়াত করতে পারবে চীনের সেনারা।

গোপনে চীনের এ ব্রিজ তৈরির বিষয়টি খুঁজে বের করেছেন গোয়েন্দা ড্যামিয়েন সাইমন। স্যাটেলাইটে তোলা ছবিতে তিনি ব্রিজটি দেখতে পান। টু্ইটারে ড্যামিয়েন সাইমনের প্রকাশিত ছবিতে দেখা যায়, ব্রিজটি তৈরির কাজ প্রায় শেষ। ছবিটিতে আরও দেখা যায়, লেকের খুবই ছোট একটি জায়গায় এটি তৈরি করেছে চীন, যাতে কারো চোখে না পড়ে।

২০২০ সালে লাদাখে চীন ও ভারতের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। যেখানে দুই দেশের বেশ কিছু সেনা নিহত হয়। তখন থেকে দুই দেশ প্রায় ৫০ হাজার সৈন্য মোতায়েন করে রেখেছে পূর্ব লাদাখে।

আরও পড়ুন- ভারতে বন্ধ হলো মুসলিম নারীদের নিলামে তোলা অ্যাপ

এনবি/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply