বিশ্বজুড়ে দিনে রেকর্ড ২১ লাখের বেশি করোনা শনাক্ত

|

ছবি: প্রতীকী

বিশ্বজুড়ে মহামারির দু’বছরে দিনে সর্বোচ্চ ২১ লাখের বেশি সংক্রমণ শনাক্ত হলো। মোট করোনা শনাক্ত হয়েছে সাড়ে ২৯ কোটির ওপর।

ক্রিসমাস এবং বর্ষবরণের ছুটি কাটিয়ে ফেরা মানুষ কর্মস্থলে যোগদানের আগে বাধ্যতামূলক করানো হচ্ছে করোনার নমুনা পরীক্ষা। তাতেই বেরিয়ে এসেছে ভয়াবহ এ চিত্র।

২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৫৭ হাজারের বেশি মানুষের শরীরের মিলেছে ভাইরাসটি। একদিন আগেই সংখ্যাটি ছিল ১০ লাখের বেশি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রাণ হারান ১৮শ’ বেশি মানুষ। পরের অবস্থানেই রয়েছে ফ্রান্স। ইউরোপের দেশটিতে দু’লাখ ১৯ হাজারের কাছাকাছি সংক্রমণ শনাক্ত হলো মঙ্গলবার।
আরও পড়ুন: প্রয়োজনে নারীদের সেনাবাহিনীতে নিয়োগ দেয়া হবে: তালেবান
এদিকে প্রথমবারের মতো ব্রিটেনে দিনে দু’লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া প্রতিবেশী দুই দেশ স্পেন ও ইতালিতে লাখের ওপর মানুষের শরীরে মিলছে ভাইরাসটি। করোনায় মোট প্রাণহানি ৫৪ লাখ ৭৩ হাজারের বেশি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply