সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর কয়েকটি ঘাঁটিতে হামলা চালিয়েছে আল-শাবাব। জঙ্গি সংগঠনটির দাবি, প্রাণ হারিয়েছে অন্তত ৭৩ জন।
রোববার স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ বুলামারের শহরে শান্তিরক্ষী মিশনের তিনটি ঘাঁটিতে একযোগে চালানো হয় হামলা। পাল্টাপাল্টি সংঘাত চলাকালেই আল-শাবাব একটি বিবৃতি প্রকাশ করে। যাতে বলা হয়, প্রাণ হারিয়েছেন এইউ’র অন্তত ৫৯ শান্তিরক্ষী।
অন্যদিকে, নিরাপত্তা বাহিনীর প্রতিরোধে নিজেদের ১৪ সদস্যকে হারানোর খবর নিশ্চিত করে আল-শাবাব। এদিকে, আফ্রিকান ইউনিয়নে নিয়োজিত দেশ উগান্ডার সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় প্রাণ গেছে ২২ জঙ্গি সদস্যের। একইসাথে, নিজেদের ৪ সেনার প্রাণহানির খবর দিয়েছে দেশটি। সোমালিয়া এখনো স্পষ্ট কোন বিবৃতি দেয়নি।
Leave a reply