করোনা টিকার চতুর্থ ডোজ পাঁচ গুণ বেশি অ্যান্টিবডি তৈরি করে: ইসরায়েলি প্রধানমন্ত্রী

|

ছবি: সংগৃহীত।

করোনা ভ্যাকসিনের চতুর্থ ডোজ শরীরে পাঁচ গুণ বেশি অ্যান্টিবডি তৈরি করে। মঙ্গলবার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

বেনেট জানান, চতুর্থ ডোজ গ্রহণকারীদের ওপর চালানো প্রাথমিক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। অতিরিক্ত এক ডোজ কমিয়ে আনে ভাইরাস সংক্রমণের প্রবণতা ও হাসপাতালে ভর্তির মতো জটিলতা।

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে ভ্যাকসিনের ৪র্থ ডোজ প্রদানের এক সপ্তাহ হলো। মানবশরীরের জন্য টিকাটি সম্পূর্ণ নিরাপদ। গবেষণা অনুসারে, এই ডোজ গ্রহণকারীদের শরীরে পাঁচগুণ বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে। ভাইরাসের সংক্রমণ এবং তীব্রতা রুখতে যা সবচেয়ে উল্লেখযোগ্য।

করোনা টিকা কর্মসূচিতে সবচেয়ে এগিয়ে আছে ইসরায়েল। এক বছর আগেই দেশের সব প্রাপ্তবয়স্ককে দুই ডোজ ভ্যাকসিনের আওতায় আনে দেশটি। এছাড়া প্রথম দেশ হিসেবে বুস্টার ডোজ দেয়াও শুরু করে তারা। গেল সপ্তাহ থেকে ষাটোর্ধ্ব ব্যাক্তিদের চতুর্থ ডোজ টিকাদান কার্যক্রম শুরু করে ইসরায়েল।

আরও পড়ুন: ১৪১ দিন অনশনের পর ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েল

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply