ধান ক্ষেত থেকে ক্ষুধার্ত শকুন উদ্ধার

|

উদ্ধারকৃত শকুন।

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ধান ক্ষেত থেকে একটি শকুন উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বৌলতলী গ্রামের মো. মুসা কাজেম নামের এক কৃষকের ধান ক্ষেত থেকে শকুনটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন কলাপাড়া উপজেলার মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা আবুল কালাম। তিনি জানান, শকুনটিকে রোগাক্রান্ত মনে হওয়ায় উপজেলা প্রাণী সম্পদ অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে বেশ কয়েকজন শিক্ষার্থী বৌলতলী গ্রামের সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় ওই এলাকার একটি গাছের নিচু ডালে শকুনটি দেখতে পেয়ে তারা ঢিল ছুড়ে। শকুনটি দৌড়ে মুসা কাজেম নামের কৃষকের ধান ক্ষেতে গেলে সেখান থেকে শিক্ষার্থীরা আটক করেন। খবর পেয়ে ধুলাসার ইউনিয়নের বিট অফিসার উজ্জল হোসেন ঘটনাস্থলে পৌঁছে শকুনটিকে উদ্ধার করে।

পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধারকৃত শকুনটিকে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হবার পরে অবমুক্ত করা হবে।

আরও পড়ুন- হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী তাঁত শিল্প, দুর্বিষহ জীবন কাটাচ্ছেন তাঁতীরা

এনবি/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply