নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি)। যমুনা নিউজকে তা নিশ্চিত করে দলটির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আমন্ত্রণ পেলেও সংলাপে অংশ না নেয়ার যে সিদ্ধান্ত দলটি নিয়েছিল, তা বহাল রয়েছে।
প্রসঙ্গত, নতুন ইসি গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত বছরের ২০ ডিসেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন। সংলাপে প্রথম রাজনৈতিক দল হিসেবে জাতীয় পর্টি অংশ নেয়। ওই আলোচনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছিলেন, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার এই উদ্যোগ।
অন্যদিকে, এর আগেই এই সংলাপকে অর্থহীন দাবি করে তাতে যোগ না দেয়ার কথা জানিয়েছিল বিএনপি।
জানা গেছে, বুধবার (৫ জানুয়ারি) সংলাপের আমন্ত্রণপত্র রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। আর তা রুহুল কবির রিজভী গ্রহণ করেন। আগামী ১২ জানুয়ারি বিকেল চারটায় সংলাপে অংশ নেয়ার আমন্ত্রণ পেয়েছে বিএনপি।
এমএন/
Leave a reply