বগুড়ায় ভোট গণনার সময় সংঘর্ষে নিহত চারজন

|

ফাইল ছবি।

বগুড়ার গাবতলী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে চারজন নিহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কালাইহাটা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয় সেখানকার চার বাসিন্দা।

নিহতরা হলেন বালিয়াদীঘি ইউনিয়নের কুলসুম বেগম, খোরশেদ আলী, আবদুর রশিদ ও আলমগীর।

জানা গেছে, ভোট গণনাকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর ভোটকেন্দ্রে হামলা চলে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি ছুড়লে চারজন নিহত হন।

এর আগে এদিন দুপুরে একই উপজেলার রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চলাকালে জাকির হোসেন নামে এক যুবক নিহত হন। তাতে এই উপজেলায় নির্বাচনি সহিংসতায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply