যমুনা টেলিভিশনের বাংলামোটর সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

|

যমুনা টেলিভিশনের বাংলামোটর সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টা ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর একটার কিছু সময় আগে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানায় ফায়ার সার্ভিস। এর আগে সকাল ১১টার দিকে রাজধানীর বাংলামোটরের ১২তলা রাহাত টাওয়ার ভবনের ১১তলায় অবস্থিত যমুনা টেলিভিশন সেন্টারে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) জিল্লুর রহমান বলেন, আমরা ১১টি ইউনিট কাজ করে ১২টা ৩০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এসি বা ইলেট্রনিক সরঞ্জাম থেকে আগুন লাগতে পারে। তবে এটি তদন্ত ছাড়া সঠিকভাবে বলা যাবে না। তবে প্রাথমিকভাবে যমুনার লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি, তারা এসি থেকে ধোঁয়া বের হতে দেখেছেন।

যমুনা টেলিভিশনের ওই অফিসে কর্মরত স্টাফ তামিম জানান, এসি থেকে ধোঁয়া বের হতে দেখেছি, কিন্তু বেশি ধোঁয়ার কারণে আগুনের কাছে যাওয়া যাচ্ছিলো না। কিছুক্ষণ চেষ্টার পর ফায়ার এলার্ম বাজিয়ে সবাইকে নিয়ে নিচে নেমে আসি।

প্রসঙ্গত, রাহাত টাওয়ার ভবনের বিভিন্ন ফ্লোরে কয়েকটি ফার্মেসীসহ বিজয় টেলিভিশনেরও সেন্টারও আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply