নির্বাচনী সহিংসতায় বিধ্বস্ত হুমায়ুন আহমেদের পৈতৃক ভিটা

|

কথা সাহিত্যিক, লেখক ও পরিচালক প্রয়াত হুমায়ুন আহমেদের পৈতৃক বাড়ি।

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা:

নেত্রকোণার কেন্দুয়ায় নির্বাচনী পরবর্তী সহিংসতায় কথা সাহিত্যিক ও পরিচালক প্রয়াত হুমায়ুন আহমেদের পৈতৃক বসতবাড়িসহ ১০টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে রোয়াইলবাড়ি-আমতলা ইউনিয়নে বিজয়ী ইউপি সদস্য মো. হারেছ মিয়ার সমর্থকেরা ভাঙচুরের ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ তুলেছে পরাজিত প্রার্থীর সমর্থকগণ।

পরাজিত ইউপি সদস্য প্রার্থী হুমায়ুন আহমেদের চাচাতো ভাই মো. শফিকুল ইসলাম শফিক জানান, বুধবার সন্ধ্যার পর পঞ্চম ধাপের নির্বাচনের ফলাফল ঘোষণা হলে বিজয়ী হন মেম্বার প্রার্থী মো. হারেছ মিয়া। পরে রাত ১০টার দিকে প্রার্থীসহ সমর্থকেরা মিছিল করে এসে তাদের বাড়িসহ ১০টি ঘর ভাঙচুর করেছে। এ সময় বাড়িতে থাকা নারীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে চলে যায় হামলাকারীরা।

পরে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে ভুক্তভোগী পরিবারগুলো আতঙ্কে রয়েছে বলে জানিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান শফিকুল ইসলাম শফিক।

এদিকে বিজয়ী প্রার্থী মো. হারেছ মিয়া বলেন, তারা নিজেদের বাড়িঘর নিজেরা ভেঙে আমাকে দোষারোপ করছে। আমি তাদের বাড়িতে গিয়ে আলোচনা সাপেক্ষে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজি শাহনেওয়াজ জানান, ভাঙচুরের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ তদন্ত করে এসেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন- মুরাদ হাসানের বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ স্ত্রীর

এনবি/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply