টানা ৭০ বলে রান পায়নি ইংল্যান্ড!

|

ছবি: সংগৃহীত

অ্যাশেজে ইংলিশদের দুর্দশা কাটছেই না! তার উপর অজি পেসারদের সামলানোও হয়ে দাঁড়িয়েছে বড্ড কঠিন বিষয়। আর তারই এক অন্যরকমের প্রদর্শনী হয়ে গেল সিডনি টেস্টের তৃতীয় দিনে। স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রিনের করা স্পেলে টানা ৭০ বলে কোনো রান নিতে পারেনি ইংলিশ ব্যাটাররা!

মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের পর পরিবর্তিত বোলার হিসেবে বল হাতে তুলে নিয়েছিলেন স্কট বোল্যান্ড ও অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ক্রিজে ছিলেন জ্যাক ক্রলি ও ডেভিড মালান। শুরু হয় বোল্যান্ড ও গ্রিনের দুর্দান্ত নিয়ন্ত্রিত বোলিং। টানা ১৪০ কিলোমিটার গতিতে টানা বল করে গেছেন দুই বোলার। নিখুঁত লাইন-লেংথে বেঁধে ফেলেছিলেন ক্রলি ও মালানকে। আর যাচ্ছিল একের পর মেডেন ওভার। এরমধ্যে প্রথমে ক্রলি এবং পরে ইংলিশ অধিনায়ক জো রুটকে ফিরিয়ে দেন বোল্যান্ড। আরও গুটিয়ে যায় ইংল্যান্ড। ক্রমাগত বাড়তে থাকা চাপ সইতে না পেরে ক্যামেরন গ্রিনের বলে লেগ স্লিপে ধরা পড়ে সাজঘরে ফেরেন মালান।

৭০ বল পর রান হওয়ায় করতালিতে ফেটে পড়লো সিডনির গ্যালারি। ছবি: সংগৃহীত

এ অবস্থায়ই লান বিরতিতে যায় ইংল্যান্ড। এরপরও প্রায় ৩ ওভারে কোনো রান পায়নি ইংলিশরা। অবশেষে এই অস্বস্তি থেকে দলকে উদ্ধার করেন বেন স্টোকস। ২৪.৫ ওভারে স্কট বোল্যান্ডের বলে সিঙ্গেল বের করেন তিনি আর হাততালিতে ফেটে পড়ে সিডনির গ্যালারি! পুরো ৭০ বল পর যদি কোনো দল রান পায়, হোক সেটা প্রতিপক্ষ, তবুও তো দেখা গেল বিরুদ্ধ স্রোতে দাঁড়ানোর বীরত্বের এক দৃশ্য!

আরও পড়ুন: পাক আম্পায়ারকে ‘ঘুষ’ দিয়ে আউট হওয়া থেকে বেঁচেছিলেন শেবাগ!


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply