বলিউডে একের পর এক তারকা করোনা আক্রান্তের খবর শোনাচ্ছেন। এই তালিকায় এবার যোগ দিলেন স্বরা ভাস্করও। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভেরিয়ায়েড টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে এ কথা জানান অভিনেত্রী। খবর আনন্দবাজার পত্রিকার।
টুইটারে স্বরা লেখেন, আমি করোনা আক্রান্ত। ৫ জানুয়ারি আমি কিছু মৃদু উপসর্গ অনুভব করি। কোভিড পরীক্ষার ফলও তা-ই জানান দেয়। ৫ জানুয়ারি সন্ধ্যা থেকে আমি এবং আমার পরিবার কোয়ারেন্টাইনে রয়েছি। সব ধরনের সাবধানতা অবলম্বন করছি।
কোভিড আক্রান্ত হওয়ার আগে তিনি যাদের সংস্পর্শে এসেছিলেন, তাদের প্রত্যেককেই অসুস্থতার কথা জানিয়েছেন স্বরা। করোনা পরীক্ষা করানোর পরামর্শও দিয়েছেন। সকলকে সাবধান করে অভিনেত্রী বলেছেন, সবাই দু’টি করে মাস্ক পরুন এবং সুরক্ষিত থাকুন।
এর আগে গত বৃহস্পতিবার নোরা ফাতেহির করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। এর আগে, সোমবারই জন আব্রাহাম জানান, টিকা নেয়ার পরেও সস্ত্রীক আক্রান্ত তিনি। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন একতা কাপুর, অর্জুন কাপুর, অংশুলা কাপুর এবং রিয়া কাপুরদের মতো তারকারাও।
এসজেড/
Leave a reply